০১. কারা এই আবেদন করতে পারবে?
নিবন্ধিত ও অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান, নতুন ও পুরাতন ই-কমার্স/অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, সরকারী/বেসরকারি প্রতিষ্ঠান, বৈশ্বিক/বিদেশী কোম্পানি, ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি।
০২. এই আবেদন করার ন্যুনতম যোগ্যতা কি লাগবে?
যেকোনো সোশ্যাল মিডিয়া-ভিত্তিক ব্যবসা অথবা ওয়েবসাইট-ভিত্তিক ই-কমার্স ব্যবসা।
০৩. আবেদন করার পর নিবন্ধিত হতে কেমন সময় লাগবে?
আবেদন করার পর নিবন্ধিত হতে ১ থেকে ৩ কর্ম দিবস সময় লাগবে।
০৪. কোম্পানির পক্ষে যে কেউ কি আবেদন করতে পারবে?
কোম্পানির মালিকগণ থেকে যে কেউ আবেদন করতে পারবে কিন্তু সে ক্ষেত্রে কোম্পানির অংশীদার, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট পরিচালক পর্ষদ এর তথ্য বাধ্যতামূলক করা হবে।
০৫. আবেদন করার পর আবেদন এর অবস্থা কিভাবে জানা যাবে?
আবেদন করার পর www.mygov.bd এ লগইন করে আপনার আবেদন ট্র্যাকিং করতে পারবেন ট্র্যাকিং অপশন থেকে অথবা দাখিলকৃত আবেদনসমূহতে ক্লিক করে নির্ধারিত আবেদনটি তে ক্লিক করুন। এরপর আবেদনের অবস্থা জানুন অপশন এ ক্লিক করে আবেদন এর অবস্থা জেনে নিন।
০৬. একবার আবেদন বাতিল হলে পুনরায় কি আবেদন করা যাবে?
একবার আবেদন বাতিল হলে পুনরায় আবেদন করা যাবে বৈধ তথ্য দিয়ে।
০৭. নিবন্ধন এর সনদ কিভাবে পাবো?
আবেদন গৃহীত হলে www.mygov.bd প্ল্যাটফর্ম এ লগইন করুন। লগইন করার পর আবেদন এর সর্বশেষ অবস্থা অপশন এ ক্লিক করুন। এরপর দাখিলকৃত আবেদনসমূহতে ক্লিক করে আপনার সনদ বুঝে নিন।
০৮. একজন নাগরিক কতবার ডিজিটাল বিজনেস (ডিবিআইডি) সনদ এর জন্য আবেদন করতে পারবে?
একজন নাগরিক তার প্রতিটি ব্যবসার জন্য ডিজিটাল বিজনেস (ডিবিআইডি) সনদের আবেদন করতে পারব।
০৯. একটি ব্যবসা প্রতিষ্ঠান কয়টি ডিজিটাল বিজনেস (ডিবিআইডি) সনদ এর জন্য আবেদন করতে পারবে?
একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি মাত্র ডিজিটাল বিজনেস (ডিবিআইডি) সনদ এর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেকোনো একজন ব্যক্তি সেই প্রতিষ্ঠান এর জন্য আবেদন করতে পারবে।